আমার এ দেহের ভরসা নাই by মনোরঞ্জন দাস | বদন ভরে হরি বল ভাই |

 

আমার এ দেহের ভরসা নাই বদন ভরে হরি ভাই

আমার এখনি প্রান যেতে পারে

আমার নিশ্বাসের আর বিশ্বাস নাই

বদন ভরে হরি ভাই।।

ভাইরে ভাই……………

যখন যাবার সময় হবে

ইষ্টি কুটুম ঘিরে ধরে মিষ্টি মন্ডা মুখে দিবে ভাই

আমি হা করিয়া মুখে লব আমার গিলিবার আর সাধ্য নাই।।

বদন ভরে হরি বল ভাই

ভাইরে ভাই.......

আসিয়া ঘরের রমনি ধরিয়া চরণ দুখানি

কেদে কেদে বুক বাসাবে সদাই।।

আমার পুত্র কণ্যা বসে কাদবে আমার সঙ্গে যাবার কেহ নাই।।

ভাইরে ভাই......

যখন আমার মৃত্যু হবে প্রতিবেশী এসে সবে

কাচা বাশে কাদে নিবে ভাই

আমার চিতার উপর বিছান দিবে হরি ধ্বনি করবে সর্বদাই।।

ভাইরে ভাই........

জ্যেষ্ঠ্য পুত্র আগুল লয়ে সপ্ত প্রদক্ষিন করে চাদ বদনে আগুন দিবে ভাই

গোসাই গনেশ বলে হরি বল যে পর্যন্ত পুড়ে না হয় ছাই।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ