মনাই সওদাগর তোমার কোথায় বাড়ী ঘর- Song And Lyric


 

মনাই সওদাগর তোমার কোথায় বাড়ী ঘর

আইছ হাটে কত চালান লইয়া রে

যাইবা তুমি কি সদাই লইয়া।।

 

রুপগঞ্জের হাটে এসে সদায় কিনছ নি

যে সদাই কিনতে আইছ মনে আছে নি

তোমার ছেলে আর মেয়ে আছে পথ পানে চেয়ে

আসবে বাবায় কত নিয়া।

যাইবা তুমি কি সদাই লইয়া।।

 

মাহাজনের চালান যদি বসে বসে খাও

যাবার বেলায় যদি রে মন খালি হাতে যাও

মহাজন যারা তোমায় দিবে হাতকড়া

পথে পথে ঘুড়বে কাঙ্গাল হইয়া…

যাইবা তুমি কি সদাই লইয়া।।

 

সন্ধা হলে বন্ধ হবে দিন দোকান-পাট

এক নিমিষে ভেঙ্গে যাবে আনন্দের হাট

হইলো অন্ধকার ও তুই সঙ্গে যাবি কার

সঙ্গের সাথী না পাবিয়া খুজিয়া।

যাইবা তুমি কি সদাই লইয়া।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ