শ্রীশ্রী জন্মাষ্টমী ব্রত

 

এ বছর ৩১ শে আগষ্ট আজ সোমবার শ্রীশ্রী জন্মাষ্টমী ব্রত। এই উপলক্ষ্যে সকল ভাই বোন বন্ধুদের জানাই শুভ শ্রীশ্রী জন্মাষ্টমীর প্রিতি, শুভেচ্ছা, ভালবাসা আর অভিনন্দন।

 

সনাতন  হিন্দু পঞ্জিকা অনুযায়ী, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায়, তখন জন্মাষ্টমী পালিত হয়। ইংরাজি ক্যালেন্ডার অনুসারে এই বছর জন্মাষ্টমীর পুজো হবে অগষ্টের শেষ দিন সোমবার। পুজোর নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

 

জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুড়ো, মধু পর্কের বাটি, আসন-অঙ্গুরী সংগ্রহ করতে হয়।

 

এই দিনে উপবাসে থেকে উপকরণ গুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। পাশে প্রদীপ, মিষ্টি, ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে।

 

গোপালের প্রিয় খাবার গুলির মধ্যে রয়েছে মাখন মিছরি, ননী, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবরি, মালাই , মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন।

 

প্রথমে শ্রীশ্রী গণেশের প্রার্থনা (ওম শ্রী গণেশায় নমঃ) করতে হবে। এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে মন যাতে শান্ত থাকে। শ্রীকৃষ্ণের প্রার্থনা ('ওম নমঃ ভাগবতে বাসুদেবায়') করতে হবে। এরপর ফুল অর্পন করতে হবে। তুলসি পাতা থাকলে ভালো হয়।

 

তাছাড়া ধূপ জ্বালাতে হবে। ফুল অর্পন করার সময় ঘন্টা বাজানোর রেওয়াজ আছে। 'ওম নমঃ ভাগবতে বাসুদেবায়' উচ্চারন করে যেতে হবে। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পন করতে হবে। প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ