জন্মাষ্টমী ব্রত পালন করলে কি ফল হয়? ব্রত না করলে বা কি পাপ হয়?

 

মহাপাতকসংযুক্তঃ করোতি ব্রতমুত্তমম। সর্বপাপবিনির্মুক্তশ্চান্তে যাতি হরেগৃহম॥

অনুবাদঃ- মহাপাতকযুক্ত মানব যদি এই উত্তম জন্মাষ্টমী ব্রত পালন করে, তাহলে সেই মহাপাতকীও সর্বপাপ থেকে মুক্ত হয়ে হরিগৃহ তথা ভগবানের ধাম প্রাপ্ত হয়।      

(পদ্মপুরাণ, ব্রহ্মখন্ড ১৩/৪)


 

অষ্টমী বুধবারে চ সোমে চৈব দ্বিজোত্তম। রোহিণীঋক্ষসংযুক্তা কোলকুটিবিমুক্তিদা॥

অনুবাদঃ- সোমবারে বা বুধবারে রোহিণী নক্ষত্রযুক্তা অষ্টমী হলে, সেই জন্মাষ্টমী পালনে কোটিকুল উদ্ধার হয়ে থাকে।      

(পদ্মপুরাণ, ব্রহ্মখন্ড ১৩/৩ )

 

কৃষ্ণজন্মাষ্টমী ব্ৰহ্মন ন করোতি নরাধ। ইহদুঃখমবাপ্নোতি স প্রেত্য নরকং ব্রজে॥

অনুবাদঃ- মানুষের মধ্যে যারা অধম তারাই এই কৃষ্ণজন্মাষ্টমী পালন করেন না। তারা ইহ ও পরকালে দুঃখ প্রাপ্ত হয়ে অবশেষে নরকে গমন করেন।

(পদ্মপুরাণ ব্রহ্মখন্ড  ১৩/৫)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ