কানাই কি অভাবে কার বা ভাবে ব্রজ ছেড়ে এলে- লিরিক্স & অডিও

 

কানাই কি অভাবে                          কার বা ভাবে

ব্রজ ছেড়ে এলে।।

মধুর বৃন্দাবনকে                             শূন্য করে

দেশান্তরি হলে।।

কানাইর হাতে বাশি নাই                               মাথে চুড়া নাই

গলে নাই রে বনমালা।।

কানাইর অঙ্গে নামাবলি                   কাধে ভিক্ষার ঝুলি

দু নয়নে বহে বারি।।

কানাই আদরের ধন                         ছিলে বৃন্দাবন

মা যশোদার নীলমনি।।

কানাই যশোদা বিনে                                   ঐ চাঁদ বদনে

কে দিবে স্বর ননী।।

(আখর- বলি স্বর ননী আর কে দিবে রে

কে দিবে রে স্বর ননী)

 

 

কানাইর অন্তরের                           আশা কত ভালোবাসা

ছাড়লি রাখালের সঙ্গ।।

কানাই আপনি হরি                                      মুখে বল হরি।।

হরি বলে কেন কাদ।।

 

আপনি হরি                                   হরি বলে মুখে

হরি বলে কেন কাদ।।

কানাই হরি বলে কেন কাদ।।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ