হরি বল মন নিকটে সমন- Song And Lyric

 

হরি বল মন নিকটে সমন যাবে রে জীবন চলিয়া

তুমি করেছ উপার্জন হীরা মনি কাঞ্চন।।

সকলি রহিবে পড়িয়া।।

 

ভাই বন্ধু সূত যারা সঙ্গের সাথে হবে না তারা

মিছে মায়ায় পড়িয়া।।

তুমি হরি হরি বলিয়া দু বাহু তুলিয়া

তুমি পার ঘাটায় যাও চলিয়া।।

(তোমার পারের কড়ি লাগবে না রে

তুমি পার ঘাটায় যাও চলিয়া

তুমি বিনা মূল্যে পার হইবে

পার ঘাটায় যাও চলিয়া)

 

কৃষাণ বলে ওরে মনা হারাইলে দিন পার পাবি না

মিছে মায়ায় পড়িয়া।।

তুমি পরের ছেলে আপন ভাবিয়া

রেখেছ যতন করিয়া।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ