বৈঠা মারে গৌর নিতাই হাল ধরে ব্রজের কানাই-Song And Lyric

 

বৈঠা মারে গৌর নিতাই হাল ধরে ব্রজের কানাই

হরি নামের তরী খানি এলো নদীয়ায় ।।

 

ও তোরা কে দেখবি রে আয়

হরিনামের তীলক কাটা ও তাদের নামাবলী গায়

আবার বাহু তুলে বলছে হরি হরিতে হরি লুকায়।।

 

ও গো তোরা শুন গো নাগরী এখন উপায় কি করি

প্রেম যমুনায় ভাসিয়ে দিবো এ দেহ তরী

 

ঐ দেখ ভক্ত হরিদাস

এই মুখেতে হরি বলে হলো দাসের অনুদাস

এই ষোল নাম বত্রিশ অক্ষর আবার ঘুরে বেড়ায় ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ