মানুষ ভজে যে যা কর গৌর চাঁদ গিয়াছে সে রে- Song And Lyric


 

মানুষ ভজে যে যা কর গৌর চাঁদ গিয়াছে সে রে

আর কি গৌর আসবে ফিরে ।।

 

একবার এসে এই নদীয়ায় মানুষ রুপে হয়ে উদয়

প্রেম বিলায়ে যথা তথা গেলেন প্রভু নিজ পুরে ।।

 

পঞ্চতত্ত্ব বেদের বিচার পন্ডিতেরা করে প্রচার

মানুষতত্ত্ব ভজনের সার সপে দিলেন শ্রীরুপেরে ।।

 

আর কি সেই অদ্বৈত গোসাই গৌর আনবে এই নদীয়ায়

লালন বলে সেই ভাগ্যবান আছে কি আর এসংসারে ।।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ