ওদ্বীন/দ্বীন/অধীন ভক্ত তোমায় ডাকে ওরে- Song And Lyric


 

ওদ্বীন/দ্বীন/অধীন ভক্ত তোমায় ডাকে ওরে

গৌর এসো এই আসরে, গৌর এসো এই আসরে

নিতাই এসো এই আসরে, গৌর এসো এই আসরে ।।

 

তোমায় বনফুলে সাজাইবো, মন বাঞ্ছা পুরাইবো

তোমার শ্রীঅঙ্গে চন্দন দিবো, হেরবো তোমায় নয়ন ভরে ।।

 

সত্য যুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুকধারী

দ্বাপরে শ্রীনন্দের ঘরে, খেলে মাখন চুরি করে ।।

 

কলিতে গৌরাঙ্গ লীলা, নামে জগত ভাসাইলা

জগা মাধা উদ্ধারিল, আমি অধম রইলাম পরে ।।

 

(ওরে আমার মত পাপী নাইরে

আমি জন্মে জন্মে অপরাধী

আমার মত পাপী নাইরে

গৌর কৃপা করে উদ্ধার কর

আমার মত পাপী নাইরে

সাধু গুরুর চরন পাবো

আমার ভাগ্যে হইল নারে

কত পাপী তাপী উদ্ধারিল

আমি অধম রইলাম পরে

গৌর এসো এই আসরে)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ