হাতীর দাঁতে পালঙ্ক তোর রবে খালি পড়ে- Song And Lyric


 

হাতীর দাঁতে পালঙ্ক তোর রবে খালি পড়ে

যাবে যেদিন শ্বশান ঘাটে বাঁশের দোলায় চড়ে

 

সঙ্গে দেবে এক মুঠো তিল গোটা কয়েক কড়ি

দুচোখে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ি

পরনের ঐ দামী কাপড় নিবে সেদিন কেড়ে।।

 

যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা

শ্বশান ঘাটে সে ছেলে তোর জ্বালবে রে তোর চিতা

পুড়বে রে তোর সাধের দেহ কর্ম রবে পড়ে।।

 

পর কে আপন ভেবে রে তুই বাধলি সুখের ঘর

দয়াল তোর পরম আপন আর তো সবি পর

অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ