দয়াল গুরু গো চির কাঙ্গাল করে দে ধরায়- Song And Lyric




 

দয়াল গুরু গো চির কাঙ্গাল করে দে ধরায়

তোমার নামের মালা গলে লইয়ারে দয়াল ভাসি যেন প্রেম বন্যায়।।

 

চাইনা টাকা চাইনা পয়সা চাইনা কোন ধন

তোমার নামের মালা আমি যেন দয়াল গাঁথি সর্বক্ষন

আমি নামের মালা গলে লইয়ারে দয়াল বাস করি যেন গাছ তলায়।।

 

আমায় আবার যদি পাঠাও ভবে দয়াল তাতে দুঃখ নাই

কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম যেন হয়

আমি মুচি হলেও হব সুচীরে দয়াল আমার মন যেন কৃষ্ণ পদে রয়।।

 

পাগল বিজয় বলে কবে আমার শুদ্ধ হবে মন

তিলক মালা কৌপিন পরে যাব বৃন্দাবন

কবে ব্রজ গোপীর দয়া হবেরে দয়াল আমি ব্রজের ধুলো মাখবো গায়।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ