বল সরুপ রামানন্দে-Song And Lyric

 



বল সরুপ রামানন্দে

আমি আর কি রাইয়ের দেখা পাবো,

আমি সখী সনে কুঞ্জ বনে

আমি রাস মিলনে প্রান জুড়াবো ।।

 

শৈশবেতে শিখলাম বাঁশির গান,

রাধা মন্ত্রের উপাসনায় ঘরে রয় না মন,

আমি মাঠে ঘাটে বংশী বটে,

আমি রাই বলে বাঁশি বাজাবো ।।

 

ঠেকলাম যেদিন রাধা ঋনের দায়,

যুগল পদের দাম শোধিতে এলাম নদীয়ায়,

তবু রাধা ঋনের শোধ হলোনা

আমি কোন লজ্জায় এ মুখ দেখাবো ।।

 

রাধা মন্ত্রে ঝরে দু'নয়ন,

রাধা আমার প্রেমের গুরু পুর্বের মহাজন

অধীন চন্দ্রা বলে কালা কালে,

আমি কান্তে কান্তে মরে যাব ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ