শচী মাতাগো আমি চার যুগে হই জনম দুঃখিনী-Song And Lyric


 

শচী মাতাগো আমি চার যুগে হই জনম দুঃখিনী

আমার দুঃখে দুঃখে জনম গেল মা গো দুখ বিনে সুখহই লোনা।।

 

সত্য যুগে ছিলাম মা গো লক্ষ্মী নারায়নী

দুর্বা মুনীর অভিশাপে মা গো হইলাম পাতাল বাসিনী।।

 

ত্রেতা যুগে ছিলাম মাগো রামের ঘরনী

কৈকেয়ী মাতার কুমন্ত্রনায় মাগো হইলাম বনবাসিনী।।

 

দ্বাপর যুগে ছিলাম মাগো আয়ানের ঘরনী

ঘরে আছে কাল ননদী মাগো সবাই বলে রাধা কলঙ্কিনী।।

 

কলি যুগে হলেম মাগো নিমাইর ঘরনী

সেও আমাকে ফেলে চলে গেল মাগো হলেম আমি একাকিনী।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ