যদি গোকুল চন্দ্র ব্রজে না এলো সখী গো- Song And Lyric


 

যদি গোকুল চন্দ্র ব্রজে না এলো সখী গো

আমার জীবন যৌবন পরশ রতন

কাঁচের সমান ভেলু গো কাঁচের সমান ভেলু

জীবন আমার বিফলে গেলো

ভবে এসে কি লাভ হলো

জীবন আমার বিফলে গেলো।।

 

আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব শঙ্খের কুমন্ডল পড়ি

আমি যোগনিী হইয়া যাবো সেই দেশে

যেথায় নিষ্ঠুর হরি গো যেথায় নিষ্ঠুর হরি

তোরা দে দে আমায় সাজিয়ে দে গো

বসন ভালো লাগেনা গো

দে দে আমায় সাজিয়ে দে গো।।

 

আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে

যাইবো অন্বেশন করি

যদি মিলায় বিধি মম গুন নিধি

বাধিয়া আনি তারে

আমি অঞ্চলেতে বেধে আনিব

সেই চঞ্চল প্রান গোবিন্দেরে অঞ্চলেতে বেধে আনিব।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ